// আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) থেকে //
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ মে থেকে ২৮ মে
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, সহকারী কমিশনার ( ভূমি) শিবানী সরকার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার, সভাপতিত্বে স্মার্ট ভুমিসেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা এবং বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও সেবাপ্রার্থীগণ।