বেলকুচিতে নৌকায় মনোনয়ন প্রত্যাশী মেয়র রেজার পক্ষে গণসংযোগ!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৬৯ বার পড়া হয়েছে

// সিরাজগঞ্জ প্রতিনিধি //
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকরিয়াবেড়া ইপি’র কান্দাপাড়া, কল্যাণপুর ও তেঁয়াশিয়ায় স্থানীয়দের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার পক্ষে গণসংযোগ করছেন এলাকাবাসী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি উপজেলার কান্দাপাড়া, কল্যাণপুর, তেঁয়াশিয়া এলাকায় বিভিন্ন স্থানে স্থানীয়দের উদ্যোগে ও বরকত উল্লাহ সরকারের সভাপতিত্বে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক দেয়ার আহ্বানে গণসংযোগ ও মিছিল করা হয়।
গণসংযোগে প্রধান বক্তাসহ অন্যান্য বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিলে নৌকা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবেন।
বক্তারা আরও বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে তৃণমূল জনগণ যার সাথে আছে তাকেই যেন জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন। জনবিচ্ছিন্ন কোন ব্যক্তিকে যেন মনোনয়ন না দেয়া হয়। জনবিচ্ছিন্ন কাউকে নৌকা প্রতীক দিলে নৌকাকে বিজয়ী করা সম্ভব হবে না। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান।
এ সময প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম ভূটূ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক হাবিব রহমান আকন্দ, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক শাহীন রেজা, যুবলীগের সদস্য গোলাম রাজ, ওয়ার্ড যুবলীগ সদস্য আব্দুল মালেক, সাবেক উপজেলা যুবলীগের সদস্য রাশেদুল ইসলাম সেতু প্রমূখ।