বেলকুচিতে ট্রিপল মার্ডার মামলার মূল হোতা ২৪ ঘন্টায় গ্রেফতার; হত্যারহস্য উদঘাটিত
- আপডেট সময় : ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ৪২৮ বার পড়া হয়েছে

গত ১ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচির মবুপুর গ্রামে বাহির থেকে শিকল আটকানো অবস্থায় একজন প্রাপ্ত বয়স্ক নারী এবং দুইজন শিশু সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেলকুচি থানায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি হত্যা মামলা দায়ের হয়।
জানা গেছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি দেশব্যাপি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এ হত্যায় জড়িত ব্যক্তিদের সনাক্তে একটি চৌকস টিম গঠন করে মোঃ সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) এবং জনাব সিদ্দিক আহমদ, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল এই টিমকে সার্বিক নির্দেশনা প্রদান করেন।
প্রেক্ষিতে, গত ৩ অক্টোবর গভীর রাতে সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এর নিবিড় তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ওই চৌকস টিম অভিযান চালিয়ে এ হত্যার মূল হোতা উল্লাপাড়া উপজেলার নন্দিগাতি এলাকার মৃত মোকছেদ মোল্লার ছেলে আইয়ুব আলী ওরফে সাগর (২৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী নিজে হত্যা ঘটনায় সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।