বেলকুচিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৫০৫ বার পড়া হয়েছে

// সিরাজগঞ্জ প্রতিনিধি //
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বোরহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা শামীম রেজাসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার অধিদপ্তরের অংশগ্রহণে উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।