বেলকুচিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৩৪ বার পড়া হয়েছে

// সিরাজগঞ্জ প্রতিনিধি //
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সোহাগপুর নতুনপাড়া এ এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা উচ্চ মাধ্যমিক কর্মকর্তা গোলাম রেজা, সোহাগপুর নূতন পাড়া এ এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, সোহাগপুর শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।