আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের বেলকুচির পৌর এলাকার মুকুন্দগাঁতী মার্কেটে জনপ্রিয় পোশাক নিয়ে ইয়েলো টাচ্ ব্যান্ডের শো’রুম শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার সকালে ফিতা কাটার মধ্য দিয়ে শো’রুমের উদ্বোধন করেন বেলকুচির পৌরমেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় উপস্থিত ছিলেন, ইয়েলো টাচ্ ব্যান্ডের সত্ত্বাধিকার বাসার আলী, মুকুন্দগাঁতী বাজার সমিতির সহ-সভাপতি মহর প্রামানিকসহ আরো অনেকে।
ইয়েলো টাচ্ ব্যান্ডের সত্ত্বাধিকারী বাসার আলী বলেন, এই শো’রুমে সচেতন তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের কথা মাথায় রেখে শার্ট প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি, জুতাসহ চমৎকার সব পোশাকের সমাহার রাখা হয়েছে। আসন্ন ঈদে ক্রেতাদের চাহিদা পূরণ করতে আমরা মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্য বিক্রিয় করবো। যাতে গ্রাহকেরা ন্যায্যমূল্যে তাদের সর্বোত্তম পোশাক ক্রয় করতে পারে।