সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উজিরপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ার কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে যুবক জখম বাঙালহালিয়ায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন কলমাকান্দায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং  ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন ও গৃহ হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত ফরিদপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং পুত্রের সমাবর্তন থেকে বাড়ি ফেরা হলনা না মুক্তিযোদ্ধা পিতার

বেলকুচিতে ইউপি সেবা নিতে হাটতে হয় সাত কিলোমিটার 

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
নানা অনিয়ম আর দুর্নীতির আখড়া সিরাজগঞ্জের বেলকুচির ৬নং বড়ধূল ইউনিয়ন পরিষদ। সরকারি নানা বরাদ্দ পেতে জনগণকে গুণতে হয় নগদ টাকা। আর চাহিদামত টাকা দিতে না পারলে মেলেনা কিছুই। একই সাথে জন্ম-মৃত্যু সনদসহ যে কোন কাগজ তুলতেই সরকারি ফী’র বেশী টাকা দিতে হয় অভিযোগ স্থানীয়দের। আর সবশেষ অভিযোগ উঠেছে, সিরাজগঞ্জের বেলকুচির ৬নং বড়ধূল ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে। অথচ ইউপি সচিব বলছেন, তিনি এসবের কিছুই জানেন না।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরাঞ্চল বেষ্টিত এলাকা বড়ধূল ইউনিয়নে সহজ সরল মানুষের বাস। তাদের এই সরলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু লোকজন সরকারি সহায়তা পাইয়ে দেবার কথা বলে বাড়তি টাকা দাবী করছে বলে অভিযোগ স্থানীয়দের। আবার জন্ম-মুত্যু সনদ তুলতেও গুণতে হয় বাড়তি টাকা।
স্থানীয় বাসিন্দা ইউনুছ আলী, আবু তালেব, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল কায়ম মন্ডল, আলমাছ মোল্লা, ফারুক সরকার জানান, ইউনিয়ন পরিষদের সরকারি সেবা সহ তাদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য জন্মসনদ তুলতে  গেলে, তাদেরকে জানানো হয় বাড়ির ট্যাক্স পরিশোধ না করলে জন্ম সনদ মিলবেনা।  একই সাথে জন্ম সনদ তুলতেও সরকারী ফি’র বাইরে গুণতে হচ্ছে বাড়তি টাকা। আর জন্ম সনদ মিলেছে দীর্ঘ সময় পর। স্থানীয়দের আরো অভিযোগ  ইউনিয়ন পরিষদ চরাঞ্চলে হওয়ায় ইউনিয়ন পরিষদের কোন কর্মকর্তাই ইউনিয়ন পরিষদে অফিস করেন না, মূল ইউনিয়ন পরিষদের ঘর আসবাব পত্র পরিত্যাক্ত রেখে  কার্যক্রম চালান বেলকুচি পৌরসভা এলাকার মুকুন্দগাতী বাসস্ট্যান্ডের পাশে ভাড়া বাসায়, প্রায় ৭ কিলোমিটার দূরে। এলাকাটি চরাঞ্চল হওয়ায়  মেঠো পথ পায়ে হেঁটে অতিক্রম করে সেবা নিতে আসতে হয় ইউনিয়ন পরিষদের জনসাধারণকে।
অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিবের কাছে জানতে চাওয়া হলে সচিব কাউছার আহম্মেদ  মুঠোফোনে প্রতিবেদককে  জানান, সরকারি ফি’র বাইরে কোন বাড়তি ফি নেয়ার কোন সুযোগ নেই।
গত  বেশ কিছুদিন ধরে সচিব থাকার কারনে নানা অনিয়ম করলেও এবারই সচিবের অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করেছে স্থানীয় মানুষ। আর স্থানীয় মানুষেরা জানান, অনিয়মের পুরো প্রক্রিয়ার সঙ্গে কিছু অসাধু ইউপি সদস্যরাও যুক্ত। তাই সরকারি সহায়তা ও সেবা পেতে  এবং ভোগান্তি থেকে মুক্তির  দাবী জানিয়েছে স্থানীয়রা।
বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *