শফিউল আযম, বিশেষ প্রতিনিধি :
পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর পূর্বপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইসরাফিল ৩০ নামে এক যুবকের মৃত্যু হয়েছে । রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের আ,মজিদ সরদারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইসরাফিল পার্শ্ববর্তী মোহনগঞ্জ বাজারের পাশে নালায় মাছ ধরতে যায়। এ সময় বিদ্যুতায়িত মোটর পাম্প সংযোগের লাইন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। মুহূর্তের মধ্যেই স্থানীয়রাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
বেড়া মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বা/খ: এসআর।