বেড়ায় অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন
বেড়া (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৫১১ বার পড়া হয়েছে

পাবনার বেড়ায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মযার্দার সাথে উদযাপনের লক্ষে অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতা আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ আঃ খালেক স্টেডিয়ামে অন্যান্য বছরের মতো এবার ও নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করবেন সিঃ ওঃ অফিসার (অব:) মো: মাজেদুল ইসলাম,সভাপতি অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা বেড়া। বিশেষ অতিথি ছিলেন বেড়া মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাদিউল ইসলাম। আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার, প্রধান উপদেষ্টা অবসর প্রাপ্ত সেনা কল্যান সংস্থা,বেড়া। আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান সদস্যগণ ও তাদের পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। অতঃপর ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ- ভারতের সেনাদের নিয়ে গড়া মিত্রবাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সেনা আনুষ্ঠানিকভাবে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। এ আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ- এর পরিসমাপ্তি ঘটে।
বাখ//আর