ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ৪৩১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

একই মাঠে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল কোনো বল গড়ানোর আগেই। এবার সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। কিন্তু এই ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচ তথা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। দেড়টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে এখনো টস করাই সম্ভব হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় ৩ ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট করে। অজিদের চেয়ে নেট রানরেটে বেশ এগিয়ে ইংলিশরা। তাই পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান এখন দুইয়ে, অজির আছে চারে।

তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার একদিক থেকে উপকার হলো। আজকের পর সুপার টুয়েলভে ইংল্যান্ডের হাতে থাকবে আর দুটি ম্যাচ। জস বাটলাররা খেলবেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া বাকি দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ফলে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে স্বাগতিকদের সামনে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও

আপডেট সময় : ০৪:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

একই মাঠে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল কোনো বল গড়ানোর আগেই। এবার সেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (এমসিজি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। কিন্তু এই ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচ তথা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। দেড়টায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে এখনো টস করাই সম্ভব হয়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় ৩ ম্যাচে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দলেরই সংগ্রহ ৩ পয়েন্ট করে। অজিদের চেয়ে নেট রানরেটে বেশ এগিয়ে ইংলিশরা। তাই পয়েন্ট টেবিলে ইংল্যান্ডের অবস্থান এখন দুইয়ে, অজির আছে চারে।

তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার একদিক থেকে উপকার হলো। আজকের পর সুপার টুয়েলভে ইংল্যান্ডের হাতে থাকবে আর দুটি ম্যাচ। জস বাটলাররা খেলবেন নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া বাকি দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ফলে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নেট রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে স্বাগতিকদের সামনে।