ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বুড়িমারী স্থলবন্দর দুই দিন বন্ধ: যাত্রী পারাপার চলবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন দুই দিন বন্ধ থাকবে। ৭ মার্চ দোল পূর্ণিমা ও হোলি উৎসব এবং ৮ মার্চ বুধবার শবে বরাত উপলক্ষ্যে দুই দিন স্থলবন্দরটি বন্ধ থাকবে বলে উভয় দেশের ব্যবসায়ীরা জানিয়েছে।
তবে বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, হোলি উৎসবে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখবে।
এজন্য মঙ্গলবার ও পরদিন বুধবার শবে বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে। আগামী ৯ মার্চ বৃহস্পতিবার পূর্বের মতো আবারও আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন দিয়ে ব্যবসায়ীসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের যাতায়াত পারাপার চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে মঙ্গলবার বন্ধের ব্যাপারে জানান। পরদিন বুধবার সরকারি ছুটি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে বলে জানিয়েছে।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

বুড়িমারী স্থলবন্দর দুই দিন বন্ধ: যাত্রী পারাপার চলবে

আপডেট সময় : ০৩:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন দুই দিন বন্ধ থাকবে। ৭ মার্চ দোল পূর্ণিমা ও হোলি উৎসব এবং ৮ মার্চ বুধবার শবে বরাত উপলক্ষ্যে দুই দিন স্থলবন্দরটি বন্ধ থাকবে বলে উভয় দেশের ব্যবসায়ীরা জানিয়েছে।
তবে বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, হোলি উৎসবে ভারতীয় ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখবে।
এজন্য মঙ্গলবার ও পরদিন বুধবার শবে বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখবে। আগামী ৯ মার্চ বৃহস্পতিবার পূর্বের মতো আবারও আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন দিয়ে ব্যবসায়ীসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের যাতায়াত পারাপার চালু থাকবে।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে মঙ্গলবার বন্ধের ব্যাপারে জানান। পরদিন বুধবার সরকারি ছুটি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে বলে জানিয়েছে।

বা/খ: এসআর।