রাজধানীর গুলিস্তানের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে বিস্ফোরিত ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে বিস্ফোরিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এটি মূলত এসি বিস্ফোরণ থেকেই ঘটতে পারে। ওই ভবনে কোনো গ্যাসের লাইন ছিল না। কিন্তু পানির লাইন ও পয়ঃনিষ্কাশনের লাইন ছিল।
ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ-র্যাব-সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান চলছে। এই মূহুর্তে এটা বলা সম্ভব না। তবে ঘটনার তদন্ত হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুই শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।