বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার জন্মদিন
- আপডেট সময় : ০৫:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ৪০৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ৪৭ বছরে পা রাখলেন। মঙ্গলবার (১ নভেম্বর) তার জন্মদিন। নিজের সৌন্দর্য এবং অভিনয় দিয়ে গত কয়েক দশক ধরে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
মঙ্গালোরের কর্নাটকে ১৯৭৩ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। নিজের মাতৃভাষা তুলু হলেও হিন্দি, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই গুছিয়ে কথা বলতে পারেন তিনি।
১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।
এরপর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী।তবে ১৯৯৯ সালে ঐশ্বরিয়া সবার নজরে আসেন সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। সেইসঙ্গে এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন।
তিনি ২০০২ সালে দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন সঞ্জয় লীলার পরবর্তী ছবি ‘দেবদাস’-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয়ের জন্য।
অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া কাজ করেছেন সালমান খান ও শাহরুখ খানসহ সমসাময়িক প্রায় সব নায়কের সঙ্গে।
প্রসঙ্গত, ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তাদের আরাধ্যা নামে একটি কন্যাসন্তান রয়েছে।