মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত রাবি ছাত্রলীগের সহায়তায় মুগ্ধ ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবক ভাঙ্গুড়ায় স্কুলভিত্তিক দুর্নীতি বিরোধী  বিতর্ক প্রতিযোগীতা 

বিশ্বকাপে সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক!

বিশ্বকাপে সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক!

স্পোর্টস ডেস্ক : 
মরুর বুকে প্রথম বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে ৩-২ গোল ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সার্বিয়া। তবে এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে সার্বিয়ান জাতীয় দলের মধ্যে ফাটলের গুঞ্জন।

সতীর্থের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে। যদিও বিষয়টি প্রত্যাখ্যান করেছেন তিনি।

ইংরেজ সাংবাদিক রিচার্ড উইলসনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মার্কা।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের বিরুদ্ধে অভিযোগ, তার সতীর্থ গোলকিপার প্রেদ্রাগ রাজকোভিচের স্ত্রী আনা ক্লার্কের সঙ্গে দলের প্রশিক্ষণ শিবিরের সময় অবৈধ সম্পর্ক (পরকীয়া) করেছিলেন। এমনকি দুজন একসঙ্গে রাত্রিযাপন করেছেন।
তবে সুইজারল্যান্ড ম্যাচের আগে সব অভিযোগ অস্বীকার করে দুসান বলেন, এভাবে সাংবাদিক সম্মেলন শুরু করতে হওয়ায় দুঃখিত। কিন্তু এ ব্যাপারে কথা বলতেই হবে। কারণ আমার নামে নোংরা খবর ছড়ানো হচ্ছে।

ভ্লাহোভিচের দাবি, তার নাম নিয়ে ব্যান্ডেড করা হচ্ছে।

দুসান ভ্লাহোভিচ আরো বলেন, সাধারণত এ ধরনের খবর যা শুনি বা দেখি, সেগুলো খুব একটা পাত্তা দেই না। আসলে যারা এসব লেখে, তাদের কাছে আর কোনো কাজ নেই। ওরা হয় হতাশ, না হয় খুব রেগে গেছে। তবু দলের স্বার্থে আমাকে মুখ খুলতেই হচ্ছে। একটা কথাই বলতে পারি, অত্যন্ত জঘন্য কথা লেখা হচ্ছে। আমি এর থেকে নিজের নাম সরাতে চাই।
ভ্লাওভিচ যোগ করেন, প্রয়োজনে আমি আইনগতভাবে আমার নাম রক্ষা করতে প্রস্তুত। যা বলা হচ্ছে, তা মিথ্যা।

গত মাসে তার ছেলে গুরুতর অসুস্থ থাকাকালীন এক সপ্তাহ হাসপাতালেই ছিলেন স্ত্রী তাদিজা। সেই প্রসঙ্গ মনে করিয়ে দুসান বলেন, এর থেকেও খারাপ সময় দেখেছি আমরা। তখন সবাই আমাদের উপেক্ষা করেছে। তাদিজা কেমন আছে সেই খেয়াল কেউ রাখেনি। হয়তো ওরা এখন ভেবেছিল এ সব লিখলে আহত বাঘকে আর একটু খোঁচা দেওয়া যাবে। কিন্তু তাতে লাভ হবে না।

গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভ্লাহোভিচের দল সার্বিয়াকে। তাদের হারিয়ে দেওয়া সুইজারল্যান্ড নকআউটে খেলবে পর্তুগালের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *