সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান কলমাকান্দায় উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক নওগাঁয় ব্যবসায়ির ১৪ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ নওগাঁয় উদ্যোক্তা মেলায় ১৬ লাখ টাকার বেচাকেনা : সময় বৃদ্ধির দাবী একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বিপিএলের ফাইনাল দেখা যাবে ‘৩০০’ টাকায়

বিপিএলের ফাইনাল দেখা যাবে ‘৩০০’ টাকায়

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটিতে যারা জিতবে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নবম আসরে ট্রফির লড়াইয়ে মাঠে নামবে। এই ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম কোয়ালিফায়ারে টিকিটের মূল্য বাড়ালেও দ্বিতীয় কোয়ালিফায়ারে টিকিটের মূল্য কমিয়েছিল বিসিবি। তবে ফাইনালের আগে প্রথম কোয়ালিফায়ারে যে মূল্য নির্ধারণ করা হয়েছিল সেই মূল্যেই গ্যালারির টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই দুটি ম্যাচের টিকিটের মূল্য বিসিবি প্রকাশ করেছে।

নতুন তালিকা অনুযায়ী সর্বনিম্ন ৩০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

বিপিএলের ফাইনালের টিকিট পাওয়া যাবে বুধবার ও বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল। সেক্ষেত্রে রংপুর রাইডার্স কিংবা সিলেট স্ট্রাইকার্সের যে কেউই হতে পারে। এর আগে ফাইনালের দিন দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। মঞ্চ মাতাতে অনুষ্ঠানে নগর বাউল (জেমস) ও ওয়ারফেজ ব্যান্ড উপস্থিত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *