নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিথ্যাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস আর দুর্নীতির ধারক বাহক হচ্ছে বিএনপি। লুটেরা ও সন্ত্রাসীদের দল দেশের উন্নয়ন চায় না। তারা দেশের স্বাধীনতার অর্জন ব্যর্থ করতে চায়। তবে দেশের মানুষ তা হতে দেবে না। ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে যাবে বলে জানান তিনি।
ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের পর দ্বিতীয়বার ব্রহ্মপুত্র পাড়ের শহরে আওয়ামী লীগের জনসভায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জনসভা মঞ্চে শেখ হাসিনা আসার আগেই কানায় কানায় ভরে যায় বিশাল মাঠ। জনসভার মঞ্চে ওঠার আগে ময়মনসিংহের উন্নয়নের ৭৩টি প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তপ্ত রোদ উপেক্ষা করে সকাল থেকে শেখ হাসিনার বক্তব্য শুনতে অপেক্ষায় থাকেন লাখো মানুষ। ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ থেকে বাসে, ট্রেনে, নৌকায় করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ আসেন জনসভায়। শেখ হাসিনা জনসভা স্থলে আসার আগেই সার্কিট হাউজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
বেলা ৩টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানন্ত্রী শেখ হাসিনা জনসভা মঞ্চে এলে শ্লোগান আর করতালিতে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন করা। দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া।
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, মিথ্যাচার হচ্ছে বিএনপির স্বভাব। ক্ষমতায় গিয়ে অর্থ লুটপাট, দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া তারা দেশকে কিছুই দেয়নি।
উন্নয়ন বিরোধী বিএনপি দেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে চায় বলে জানান শেখ হাসিনা। নানা বাধা পেরিয়ে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখার ঘোষণা দেন শেখ হাসিনা।