সারা দেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগন্জের বেলকুচিতে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জামায়াত-শিবিরের দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র আন্দোলনের নামে দেশ ব্যাপী নৈরাজ্য ও ধ্বংসাত্বক কর্মকান্ডের বিরুদ্ধে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শান্তি সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান মাখন, সাবেক উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বেলকুচি পৌরমেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, আব্দুল মালেক তালুকদার, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী ফজলুল হক (ভাষানী), রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর,উপজেলা যুবলীগ নেতা আনিসুর রহমান মিঠু বিশ্বাস প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মীর্জা শরিফুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল আহম্মেদ, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি চান মোহাম্মদ, বেলকুচি মহিলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদকসহ আ’লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা।
শান্তি সমাবেশ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি বেলকুচি উপজেলার প্রধান সড়কগুলো ঘুরে মুকুন্দগাতী কড়ইতলা বঙ্গবন্ধু স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে স্লোগান দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।