বিএনপির দলীয় কর্মসূচি স্থগিত
- আপডেট সময় : ০১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের যে সংলাপ চলছিল, তা আপাতত বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলমান রাজনৈতিক সংলাপ স্থগিত করা হয়েছে। সংলাপের পরবর্তী তারিখ পরে জানানো হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সাড়ে ৩টায় বাংলাদেশ ন্যাপের একাংশের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও বিকেল ৪টায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে গুলশান কার্যালয়ে বিএনপির বৈঠক হওয়ার কথা ছিল। এ দুটি বৈঠকের পরিবর্তিত সময় পরে জানানো হবে।
দলীয় নেতাকর্মীদের প্রতি ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটির নেতা ও সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করার জন্যও নেতাকর্মীদের প্রতি এবং একইসঙ্গে উপকূলীয় অঞ্চলের মানুষকে ধৈর্য ধরে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব।