বারইয়ারহাটে যাত্রা শুরু করল ফ্যামিলি ডেন্টাল কেয়ার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৭ বার পড়া হয়েছে

// মীরসরাই প্রতিনিধি //
চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র মীরসরাইয়ের বারইয়ারহাটে অত্যাধুনিক ও উন্নত যন্ত্রপাতি নিয়ে ‘ফ্যামিলি ডেন্টাল কেয়ার’ এর যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বারইয়ারহাট পুরাতন রোড়ে আবুল খায়ের সিটি সেন্টারের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস.এ ফারুক। এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম আবুল হোসেন, বারইয়ারহাট পৌরসভার কাউন্সিলর আজিজুল হক মান্না, রতন দত্ত, সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব, ইউপি সদস্য জিয়াউদ্দিন শিমুল, মেহেরাজ রিংকু সহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি ডেন্টাল কেয়ারের স্বত্ত্বাধিকারী হাজী মহসিন আলী বলেন, ‘অত্যাধুনিক ও উন্নত যন্ত্রপাতি নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাই আমাদের মূল লক্ষ্য। এখানে সকল শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। ব্যবসা নয়, চিকিৎসা সেবার মানসিকতা নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিদিন দুজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন।