বাবা হতে যাচ্ছেন নিতিন!
- আপডেট সময় : ১১:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ৪০৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :
বাবা হতে যাচ্ছেন ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নিতিন। তার স্ত্রী শালিনী এখন অন্তঃসত্ত্বা। এটি এই দম্পতির প্রথম সন্তান। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানান, নিতিনের স্ত্রী শালিনী অন্তঃসত্ত্বা। আনন্দের এই খবরটি খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন নিতিন। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন এই নায়ক। এসময় তার বাবা হওয়ার খবরটি ফাঁস হয়।
দীপাবলি উদযাপনের একটি ভিডিও শালিনী তার ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে নিতিনের সঙ্গে রোমান্টিক সময় পার করতে দেখা যায় শালিনীকে। তবে সে ভিডিওতে শালিনীর বেবি বাম্প বোঝা যাচ্ছে না।নেটিজেনদের দাবি—বেবি বাম্পা বোঝা যাওয়ার মতো সময় এখনো হয়নি।
দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করার পর সম্পর্কের বিষয়টি দুই পরিবারকে জানান নিতিন-শালিনী। ২০২০ সালে ২৬ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। নিতিন অভিনয়ের মানুষ হলেও শালিনী এই অঙ্গনের নন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন শালিনী।
নিতিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাছেরলা নিয়োজাকাভারগাম’। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কৃতি শেঠি। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন এম এস রাজাশেখর রেড্ডি। গত ১২ আগস্ট মুক্তি পায় এটি।