// রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি //
বরিশালের বানারীপাড়ায় চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আ. করিম হাওলাদার (৪২)’কে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩ মে শনিবার রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিছ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। করিম হাওলাদার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
এ ব্যপারে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এদিন সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বা/খ: এসআর।