মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় আ. রব সেরনিয়াবাতের জন্মদিন উদযাপন রমযান মাসজুড়ে অসহায় গরীব রোজাদারদের ভরসা চেয়ারম্যান শাকিল সিরিজ জয় নিশ্চিতের মিশনে দুরন্ত বাংলাদেশ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন বেলকুচির সাবেক এমপিএ ড. আবু হেনার প্রথম জানাজা সম্পন্ন  সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই: হানিফ রাবিতে স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চার লক্ষাধিক  সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বসসতঘর পুড়ে ছাই

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বসসতঘর পুড়ে ছাই

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা আ.মালেক মোল্লার দোতলা বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে রহস্যজনক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাইশারী গ্রামে পক্ষাঘাতগ্রস্থ অসুস্থ আওয়ামী লীগ নেতা আ.মালেক মোল্লা  থেরাপিসহ উন্নত চিকিৎসার জন্য গত কয়েক বছর ধরে সপরিবারে বরিশাল শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। আ. মালেক মোল্লা তার অনুপস্থিতিতে স্থানীয় হাসান মোল্লার দরিদ্র পরিবারকে বাইশারী গ্রামের বাড়ির তার টিন কাঠের দোতলা বসত ঘরে থাকতে  দেন। সম্প্রতি ওই পরিবারটিকে  তিনি তার বসত ঘর খালি  করে দিতে বলেন। এতে  তারা রাজি না হওয়ায় এ নিয়ে দ্বন্ধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই পরিবারটি মালেক মোল্লার বসতঘর ছেড়ে দিতে  বাধ্য হন। শনিবার রাত ১টার দিকে তালাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আসবাবপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যপারে রোববার  আওয়ামী লীগ নেতা আ. মালেক মোল্লার ছেলে আশরাফুল ইসলাম জয় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *