রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতকে রক্ষায় শেষ অবধি পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে নতুন করে আরও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
শহরটি থেকে রুশ সেনারা পিছু হটতে শুরু করেছে বলেও দাবি করেছে কিয়েভ। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি মস্কো। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত গুরুত্বপূর্ণ। তবে, এই শহরটি যদি রাশিয়া দখল করে নেয় তার মানে এই নয় যে, তারা যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। কয়েক মাস ধরেই ইউক্রেনের বাখমুত শহর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
নিয়ন্ত্রণ ধরে রাখতে পাল্টা লড়াই চালাচ্ছে ইউক্রেনের সেনারাও। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি।