বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৪২৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৬০টি বিভিন্ন ধরনের গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতে বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তোভোগী পরিবারের সদস্য আঃ রাজ্জাক ফরাজী।
জানা গেছে, বাজেমহল গ্রামের আঃ রাজ্জাক ফরাজীর সঙ্গে একই গ্রামের কবির সিকদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিচার শালিশী করে আপোষ মিমাংশা করে দেয়। এরপর রাজ্জাক ফরাজী বিরোধ নিস্পন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন।
এ নিয়ে রাজ্জাক ফরাজী ও কবির সিকদারের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কবির সিকদার ক্ষিপ্ত হয়ে চারা গাছগুলো সমূলে উপড়ে ফেলে। এ সময় রাজ্জাক ফরাজী বাধা দিলে কবির সিকদারের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল লাঠিসোটা নিয়ে মারধর করে।
পরে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে কবির সিকদার বলেন, বিরোধপূর্ন জায়গায় গাছ লাগানো হয়েছে, তাই আমি উপড়ে ফেলেছি। বাউফল থানার এএস.আই মোঃ আলাউদ্দিন হাওলাদার বলেন, উভয় পক্ষকে শনিবার থানায় আসতে বলা হয়েছে। তাঁদের কাগজপত্র যাচাই-বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বাখ//পিব