বাউফলে ছাত্রদের মাদক বিরোধী মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৪৫০ বার পড়া হয়েছে
বাউফলে ছাত্রদের উদ্যোগে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বৃহত্তম বাণিজ্যিক এলাকা কালাইয়া বন্দরে ওই মিছিল ও সমাবেশ করা হয়।
ছাত্ররা জানান, একটি চক্র কালাইয়া বন্দরে অবাধে মাদক বিক্রি করে আসছে। এই মাদকের প্রভাবে ছাত্র, তরুন ও যুব সমাজ আজ ধংসের পথে। মাদক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিজউ প্রকাশ হওয়ায় কালাইয়ার এক চিহ্নিত মাদক ব্যাবসায়ী সাংবাদিক এম.এ হান্নানের বাড়িঘরে হামলা করেছে। তার বৃদ্ধ পিতা ও স্ত্রীকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তার ভয়ে ওই সাংবাদিক এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীর অনেক সরবরাহকারী রয়েছে। তাদের প্রভাবে মানুষ জিম্মি হয়ে পড়েছে। এদের থেকে মানুষকে রক্ষা করতে হবে। কালাইয়া বন্দরকে মাদকমুক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়তে চাই। আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি।
গণসচেতনতা বিষয়ক ওই মিছিল শেষে কালাইয়া বন্দরের বড় পুকুর পাড়ে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইসতিয়াক আহমেদ নাদিম, নাহিয়ান সিদ্দিকি জামি, ইমরান খান, শামিমুর তুজা সিয়াম, মাহাদী আহমেদ সুমন, আব্দুর রহমান দিনাছ।
বাখ//আর