স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। অনুশীলনে কাঁধে চোট পেয়ে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান ডানহাতি এই ফাস্ট বোলার। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে উমরান মালিককে।
এর আগে এই সিরিজ থেকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ছিটকে গেছেন। এবার বাংলাদেশে এসে ছিটকে গেলেন শামি। শুধু ওয়ানডে সিরিজই নয়, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন শামি।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুশীলনে হাতের পুরনো ব্যথা ফিরে আসে শামির। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় হাতে চোট পেয়েছিলেন তিনি। নতুন চোটের পর তার রিপোর্ট জাতীয় একাডেমিতে দেয়া হয়েছিল। এরপরই তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হয়।
এদিকে দলে জসপ্রিত বুমরাহ না থাকায় শামির দিকেই নজর ছিল ভারতের নির্বাচন বোর্ডের। বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণের গুরুদায়িত্বে ছিলেন মোহাম্মদ শামি। তবে আপাতত তার পরিবর্তে তরুণ ফাস্ট বোলার উমরান মালিককে ডাকা হয়েছে দলে। টেস্ট ম্যাচের আগে শামি ইনজুরি থেকে না সারলে তার পরিবর্তে নেয়া হতে পারে ভারতের ‘এ’ দলের নবদীপ সাইনি ও মুকেশ কুমারের একজনকে। ভারতের ‘এ’ দল বর্তমানে অবস্থান করছে বাংলাদেশে।