ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছেন পাবনার কৃতী সন্তান সাহাবুদ্দিন চুপ্পু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৫৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাহাবুদ্দিন চুপ্পু- ফাইল ফটো।

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আল এহসান হক মাসুক, পাবনা প্রতিনিধিঃ 
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে চলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দুদকের সাবেক কমিশনার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, পাবনার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান। তাকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দিয়ে বেলা ১১ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলটি যাকে মনোনয়ন দেবে, তিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সে হিসেবে আজ বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ায় তার রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত।
জানা গেছে, সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। এরপর তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে  দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। দলের গঠনতন্ত্রের ২৫ (১) (ক) ধারা মোতাবেক তাকে এ পদে মনোনয়ন দেয়া হয়।
পাবনার ছেলে মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনার শহরের জুবলি ট্যাঙ্ক পাড়ার (দিলালপুর) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাবনা যুবলীগেরও সভাপতি ছিলেন চুপ্পু। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সাড়ে তিন বছর কারাভোগও করেন।
মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সাহাবুদ্দিন চুপ্পু । ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে কর্মজীবনে যোগদান করেন। ২৫ বছর চাকরির পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের দু’টি শীর্ষস্থানীয় ব্যাংকের পরিচালনা পর্ষদেও যুক্ত আছেন তিনি।
এর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু। আরশাদ আদনান রনি নামে এক ছেলে রয়েছে তার। স্ত্রী ড. রেবেকা সুলতানা যুগ্ম সচিব হিসেবে অবসর নেন। বর্তমান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।
রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হবার পর থেকে পাবনাবাসি আনান্দে উদ্ভাসিত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যেমে পাবনার বিভিন্ন স্থরের মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা প্রিয় মানুষটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে সন্ধ্যার পরে পাবনার কৃতী সন্তানের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার সুসংবাদে পাবনা জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণসহ আনন্দ উল্লাস করা হয়।
বা/খ : এসআর।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চলেছেন পাবনার কৃতী সন্তান সাহাবুদ্দিন চুপ্পু

আপডেট সময় : ০৯:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
আল এহসান হক মাসুক, পাবনা প্রতিনিধিঃ 
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে চলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দুদকের সাবেক কমিশনার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, পাবনার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান। তাকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দিয়ে বেলা ১১ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলটি যাকে মনোনয়ন দেবে, তিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সে হিসেবে আজ বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ায় তার রাষ্ট্রপতি হওয়া অনেকটাই নিশ্চিত।
জানা গেছে, সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। এরপর তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে  দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। দলের গঠনতন্ত্রের ২৫ (১) (ক) ধারা মোতাবেক তাকে এ পদে মনোনয়ন দেয়া হয়।
পাবনার ছেলে মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনার শহরের জুবলি ট্যাঙ্ক পাড়ার (দিলালপুর) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাবনা যুবলীগেরও সভাপতি ছিলেন চুপ্পু। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করায় গ্রেফতার হয়েছিলেন তিনি। সাড়ে তিন বছর কারাভোগও করেন।
মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সাহাবুদ্দিন চুপ্পু । ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে কর্মজীবনে যোগদান করেন। ২৫ বছর চাকরির পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের দু’টি শীর্ষস্থানীয় ব্যাংকের পরিচালনা পর্ষদেও যুক্ত আছেন তিনি।
এর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু। আরশাদ আদনান রনি নামে এক ছেলে রয়েছে তার। স্ত্রী ড. রেবেকা সুলতানা যুগ্ম সচিব হিসেবে অবসর নেন। বর্তমান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।
রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হবার পর থেকে পাবনাবাসি আনান্দে উদ্ভাসিত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যেমে পাবনার বিভিন্ন স্থরের মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা প্রিয় মানুষটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে সন্ধ্যার পরে পাবনার কৃতী সন্তানের রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার সুসংবাদে পাবনা জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণসহ আনন্দ উল্লাস করা হয়।
বা/খ : এসআর।