স্পোর্টস ডেস্ক :
চোখের জলকে সঙ্গী করে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা নিশ্চিত করেছে সেমিফাইনাল। আলবিসেলেস্তেদের এই জয়ে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের এমন সমর্থন ছুঁয়ে গেছে মেসির দেশকে।
আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিয়ে যাচ্ছেন মেসির দেশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও খেলোয়াড়রা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে একটি বার্তা দিয়েছেন দেশটির সাবেক ফুটবলার সার্জিও আগুয়েরো।
বিডি আলবিসেলেস্তে নামক একটি ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে আগুয়েরো বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে এরপর গোল করে নাচবেন লিওনেল মেসি। বাংলোদেশের ক্রিকেটের প্রতি আমাদের পক্ষ থেকে শুভকামনা জানাই।