নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় বুধবার ও বৃহস্পতিবার নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ফসলি জমি রক্ষায় ডুবন্ত বাঁধ পরিদর্শন করেছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি । কলমাকান্দা উপজেলায় ২৬টি বাঁধ নির্মাণের কাজ চলমান আছে। এর মধ্যে কলমাকান্দা সদর, বড়খাপন ও পোগলা ইউনিয়নের ২১টি নির্মাণ কাজ পরিদর্শন করেন মানু মজুমদার এমপি। ডুবন্ত বাঁধ নির্মাণে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারী দেন। বাঁধগুলোর নির্মাণ কাজ সমাপ্ত হলে কলমাকান্দা হাজার হাজার হেক্টর জমির ফসল রক্ষা পাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়খাপন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পোগলা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, বড়খাপন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জীবন মিয়া, পোগলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান খান পাঠান ও প্রকল্প কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুবিধাভোগী শতশত কৃষক।
বা/খ: এসআর।