নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের অধীনে কোনভাবেই নির্বাচনে যাবেনা বিএনপি। ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিনিধিদের সাথে বৈঠককালে এ কথা জানিয়েছে দলটির নেতারা।
আজ (রোববার) ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিদের সাথে গুলশানস্থ একটি ভবনে বৈঠকে এসব কথা বলা হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া, নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে, সেই বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, কিভাবে নির্বাচন নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয়। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না সেটা পরিষ্কার করা হয়েছে।