বরিশাল র্যাব ৮ এর অভিযানে ক্রিস্টালমেথ আইস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১০:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৪১৩ বার পড়া হয়েছে

বরিশালে র্যাব ৮ এর বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সেইসাথে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল র্যাব ৮ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত র্যাবের একটি বিশেষ দল পিরোজপুর জেলা স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার দক্ষিণ জগন্নাথকাঠী এলাকার মৃত আলী আকবর এর ছেলে মোঃ মেহেদী হাসান ফুয়াদ (৪০)’র নিকট হালকা কমলা রং এর ১৮০ পিছ ইয়াবা ট্যবলেট ও দুইটি সাদা স্বচ্ছ জিপার যুক্ত পলিপ্যাকে রাখা ২ গ্রাম ক্রিস্টালমেথ আইসসহ গ্রেফতার করে। অপর মাদক ব্যবসায়ী একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ রাজু (২৫)’র নিকট হতে ১৭ পিছ ইয়াবা ট্যবলেটসহ তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে স্বরূপকাঠি নেছারাবাদ মডেল থানায় একটি মামলা হয়েছে ও তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।