বনের হনুমান লোকালয়ে
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে একটি হনুমান কয়েকদিন যাবৎ লোকালয়ে ঘুরছে। আর হনুমানটি পেছনে পেছনে ছুটছে লোকজন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহিরপাড়া এলাকায় হনুমানের দেখা মেলে।
স্থানীয়রা জানান, গত ৪ দিন যাবৎ বনের হনুমান লোকালয়ে ঘুরছে। হনুমানটিকে দেখতে শিশু, কিশোর ও নারী-পুরুষরা পেছনে পেছনে ছুটছেন। উৎসুক জনতা হনুমানটিকে কখনো কলা আবার কখনো রুটি ছুড়ে দিচ্ছেন। আর হনুমানটি গাছের ডালে ডালে,কখনো বাড়ির চালায় বসে থাকছে।
নাদোসৈয়দপুর গ্রামের কলেজ ছাত্র আশরাফুল ইসলাম নকিব বলেন, গ্রামের পাশ দিয়ে গিয়েছে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক। ধারনা করা হচ্ছে হনুমানটি কোন গাড়ীর ছাদে বা ট্রাকে করে কোথাও থেকে এসে।
বাখ//আর