ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বদলগাছীতে রমরমা মাদক ব্যাবসা : ধবংসের পথে যুব সমাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আনাচে কানাছে রমরমা মাদক ব্যাবসা চলায় ধবংসের সম্মুথীন হয়ে পড়েছে এলাকার যুবসমাজ। হাট বাজার গ্রাম-গঞ্জসহ সর্বত্রই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। মাদকের প্রাপ্তি সহজলভ্য হওয়ায় যুবসমাজসহ বিভিন্ন বয়সীরা অধিক হারে নেশাগ্রস্থ হয়ে তাদের অজান্তেই ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলে উপজেলার সচেতন মহলের অভিমত।

উপজেলা কতিপয় চিহ্নিত মহাজনী মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ধামুইরহাট উপজেলার পাগলা দেওয়ান, ফার্সিপাড়া, এবং সাপাহার উপজেলার বস্তাবর, শিমলতলীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, প্যাথেডিন উপজেলার জাবারীপুর-গোবরচাঁপাহাট, এবং মহাদেবপুর উপজেলার মাতাজীহাট হয়ে বদলগাছীতে এনে তাদের শেল্টারে রাখে। পরে তা গোবরচাঁপা, পাহাড়পুর, মিঠাপুর, সাগরপুর, ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, বালুভরা, কোমারপুর, পারসোমবাড়ী হাট ও বদলগাছী সদরসহ গ্রামগঞ্জে খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে থাকে। পরে তা খুচরা মাদক বিক্রেতারা হাট-বাজার গ্রাম-গঞ্জসহ বিভিন্ন স্থানে যুবসমাজসহ বিভিন্ন বয়সীদের কাছে বিক্রি করে। বদলগাছী থানা পুলিশ মাঝে মধ্যেই খুরচা ব্যবসায়ীদের আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালত তাকে ৭ দিন থেকে ৩ মাস কারাদন্ড প্রদান করেন। কারা ভোগের পর তারা এসে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশে মাদক বেচাকেনা চলছে। উপজেলার সচেতন মহল জানায়, থানা পুলিশ মাঝে মধ্যে খুচরা মাদক বিক্রেতাদের আটক করে নিয়মিত মামলাসহ ভ্রাম্যমান আদালতে লঘু শাস্থির ব্যবস্থা করলেও মাদকের গডফাদাররা বরাবরই ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে । ফলে মাদকের মরন ছোবলে যুবসমাজ দিনে দিনে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এমতবস্থায় উপজেলার অভিভাবকেরা তাদের সনন্তানদের নিয়ে দুশ্চিতায় দিনাতিপাত যাপন করছেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বললেন, বড় ব্যবসায়ীরা তাদের কাছে মাদক রাখে না । তারা বড় ধুর্তবাজ। মাঝে মাঝে বড় ব্যবসায়ীদের আটক করি। তবে মাদক বিরোধ অভিযান অব্যাহত রয়েছে এবং অনেক মাদক বিক্রেতা ও সেবন কারীদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

বা/খ; এসআর।

নিউজটি শেয়ার করুন

বদলগাছীতে রমরমা মাদক ব্যাবসা : ধবংসের পথে যুব সমাজ

আপডেট সময় : ০৮:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আনাচে কানাছে রমরমা মাদক ব্যাবসা চলায় ধবংসের সম্মুথীন হয়ে পড়েছে এলাকার যুবসমাজ। হাট বাজার গ্রাম-গঞ্জসহ সর্বত্রই হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। মাদকের প্রাপ্তি সহজলভ্য হওয়ায় যুবসমাজসহ বিভিন্ন বয়সীরা অধিক হারে নেশাগ্রস্থ হয়ে তাদের অজান্তেই ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলে উপজেলার সচেতন মহলের অভিমত।

উপজেলা কতিপয় চিহ্নিত মহাজনী মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ধামুইরহাট উপজেলার পাগলা দেওয়ান, ফার্সিপাড়া, এবং সাপাহার উপজেলার বস্তাবর, শিমলতলীসহ বিভিন্ন সীমান্ত দিয়ে হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, প্যাথেডিন উপজেলার জাবারীপুর-গোবরচাঁপাহাট, এবং মহাদেবপুর উপজেলার মাতাজীহাট হয়ে বদলগাছীতে এনে তাদের শেল্টারে রাখে। পরে তা গোবরচাঁপা, পাহাড়পুর, মিঠাপুর, সাগরপুর, ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, বালুভরা, কোমারপুর, পারসোমবাড়ী হাট ও বদলগাছী সদরসহ গ্রামগঞ্জে খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে থাকে। পরে তা খুচরা মাদক বিক্রেতারা হাট-বাজার গ্রাম-গঞ্জসহ বিভিন্ন স্থানে যুবসমাজসহ বিভিন্ন বয়সীদের কাছে বিক্রি করে। বদলগাছী থানা পুলিশ মাঝে মধ্যেই খুরচা ব্যবসায়ীদের আটক করে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালত তাকে ৭ দিন থেকে ৩ মাস কারাদন্ড প্রদান করেন। কারা ভোগের পর তারা এসে আবারও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশে মাদক বেচাকেনা চলছে। উপজেলার সচেতন মহল জানায়, থানা পুলিশ মাঝে মধ্যে খুচরা মাদক বিক্রেতাদের আটক করে নিয়মিত মামলাসহ ভ্রাম্যমান আদালতে লঘু শাস্থির ব্যবস্থা করলেও মাদকের গডফাদাররা বরাবরই ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে । ফলে মাদকের মরন ছোবলে যুবসমাজ দিনে দিনে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এমতবস্থায় উপজেলার অভিভাবকেরা তাদের সনন্তানদের নিয়ে দুশ্চিতায় দিনাতিপাত যাপন করছেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বললেন, বড় ব্যবসায়ীরা তাদের কাছে মাদক রাখে না । তারা বড় ধুর্তবাজ। মাঝে মাঝে বড় ব্যবসায়ীদের আটক করি। তবে মাদক বিরোধ অভিযান অব্যাহত রয়েছে এবং অনেক মাদক বিক্রেতা ও সেবন কারীদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

বা/খ; এসআর।