বদলগাছীতে মধ্যরাতে আগুনে ২টি বাড়ী পুড়ে ছাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে

হাফিজার রহমান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে মধ্যরাতে চুলার আগুনে ২টি বাড়ী পুড়ে ছাই অল্পের জন্য বেঁচে গেল বাড়ীর লোক জন। জানা যায়, গত ৯ মার্চ রাত ১ টায় উপজেলা বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত বয়তুল আলীর ছেলে আজিজুল হক ও ফরেজ আলী ছেলে হজরত আলীর বাড়ীতে ঘটনাটি ঘটে।
সরেজমিনে তদন্ত ও পুলিশ সুত্রে জানা যায়, ৯ই মার্চ ১টাই হঠাৎ করেই বাড়ীর পূর্ব পাশে আগুন জ্বলে উঠে। এ সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সাথে সাথে ফায়ার সার্ভিস টিমকে ফোন করেন এবং এস আই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসআই আশরাফুল ইসলাম বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি বলেন প্রাথমিকভাবে তদন্তে আমরা যতটুক পেয়েছি চুলার আগুন থেকে সূত্রপাতটি ঘটে। এ ব্যাপারে বাড়ীর মালিক আজিজুল হক বলেন আমার বাড়ীর আসবাব পত্র, নগদ টাকা, গহনাসহ ৪টি ঘরের প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এখন আমাদের পড়নের কাপড় ছাড়া কিছু রইল না। পাশের বাড়ীর হযরত আলী বলেন আমি একজন অটোচালক আমার যা কিছুই ছিল সব পুরে শেষ। আমার এখন আর কিছুই নেই।
বা/খ: এসআর।