// বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি //
নওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে চালকের করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, ২৩ মে সকাল ১০টায় উপজেলার ছোট কাবলা নামক স্থানে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলার চক কির্তীপুর গ্রামের কেয়ামদ্দীনের ছেলে ফাইন হোসেন (১৯) ধান বোঝাই ভটভটি নিজেই চালিয়ে আসছিল। এর একপর্যায়ে ধান বোঝায় ভটভটির টায়ার বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে। এতে ঘটনা স্থলেই চালক ফাইনের মুত্যু ঘটে।
এ ব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে ঘটনারস্থলে পুলিশ পাঠিয়ে ফিরে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।