নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যাওয়ার পথেই ৭ জন ডাকাতসহ একটি মিনি ট্রাক আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাত ১১ টায় উপজেলা সদর হর্টিকালছার আফিসের গেট সংলগ্ন থেকে ১০-১২জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ২৫০ বস্তা ধানসহ ট্রাকটি ডাকাতি করে।
ট্রাক ড্রাইভার আব্দুর রাজ্জাক বলেন, জেলার মান্দা উপজেলার ধান আরোদার একরামুল এর ঘড় থেকে ২৫০ বস্তা ধান নিয়ে নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। নওগাঁ-বদলগাছী সড়কে হর্টিকালচার গেটের সামনে পৌঁছলেই পিছন থেকে একটি মিনি ট্রাক (যার নং যশোহর-ড ১১-৯৯৬) ওভারটেক করে সামনে বেরিগেট সৃষ্টি করে। এ সময় ট্রাক ড্রাইভার আব্দুর রাজ্জাক ও হেলপার মাসুদকে মারপিট শুরু করে গাড়ী থেকে নামিয়ে দেয় ডাকাত দল।
ঘটনাটি আব্দুর রাজ্জাক পুলিশকে অবহিত করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সহ পুলিশের একটি দল ওই রাতেই ধান বোঝাই ট্রাকটি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সার পুকুর এলাকা থেকে উদ্ধার ও ৭ জন ডাকাতকে আটক করে।
এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওসি আতিয়ার রহমান বলেন, অভিযান চলমান রয়েছে।