নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের আয়োজনে উপজেলার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় থানা কার্যলয়ে উক্ত মতবিনিময় সভায় সভাপত্বি করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা সঠিকভাবে উদযাপন উপলক্ষে কমিটির সাথে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা করা হয়। এবার বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১শ' ৬টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।