হাফিজার রহমান,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বদলগাছী নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। ৯মার্চ বেলা ১১টায় বদলগাছী হাটখোলা বাজার রব্বানী সুপার মার্কেট এর ২য় তলায় নতুন শাখার উদ্বোধন করা হয়।
নওগাঁ ইসলামী ব্যাংক শাখা ম্যানেজার সুজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একি্রাকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি, উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ইসলামী ব্যাংক বদলগাছী শাখা ম্যানেজার মাহবুল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুনিরুল ইসলাম সাজু, মাষ্টার সোবহান আলীসহ প্রমূখ । এ সময় বদলগাছীর বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বা/খ: এসআর।