হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে আধাইপুর ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় আধাইপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আধাইপুর ইউনিয়নের পারিচা গ্রামের চারমাথা মোড় থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে পদযাত্রা শেষ হয়।
এসময় পদযাত্রায় আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসানুজ্জামান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সনিসহ আধাইপুর ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিকাল ৪টায় বদলগাছী সদর ইউনিয়নসহ আরও ৭টি ইউনিয়নে সফলভাবে পদযাত্রা সম্পন্ন করা হয়। প্রধান অতিথি পর্যায়ক্রমে সকল ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করেন।
বা/খ: জই