বজ্রপাত রোধে চৌহালীতে ৪শ তালগাছের চারা রোপন
- আপডেট সময় : ০২:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ৪৫৪ বার পড়া হয়েছে
বজ্রপাত রোধে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৪শ’ তালগাছের চারা রোপন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছের চারা রোপন করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খাষকাউলিয়া ইউনিয়নের গ্রামীণ সড়কে এসব তালগাছের চারা রোপন করে, চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন ও সদ্য বিদায়ী ইউএনও মাহবুব হাসান।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, পিআইও হেকমত আলী, প্রকৌশলী সিরাজুল ইসলাম সহ কৃষক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মাজেদুর রহমান জানান, ‘আমরা উপজেলা কৃষি বিভাগ ৪শ’ তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণেও আসবে বলে মনে করেন তিনি।
বাখ//আর