বজ্রপাতের ঝুঁকি রোধে কয়রায় সড়কের দুই পাশে তাল বীজ বপন
কয়রা (খুলনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৬ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
তাপমাত্রা বৃদ্ধির ফলে উষ্ণতা বাড়ছে। পৃথিবী উষ্ণায়নের ফলে প্রতিনিয়ত কঠিন হয়ে পড়ছে মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পৃথিবী ব্যাপী নানান পদক্ষেপ বা কর্মসূচী লক্ষণীয়। ঝুঁকি মোকাবেলায় পরিবেশবিদ ও জলবায়ু বিশেষজ্ঞগণ বৃক্ষরোপনের উপর বেশী তাগিদ দিচ্ছেন। অন্যদিকে বজ্রপাতের ফলে প্রাণহানির ঘটনা হু হু করে বেড়ে চলেছে। এই পরিস্থিতি বৃক্ষরোপনে বিশেষ তালগাছ লাগানোর উপর জোর দিচ্ছে সংশ্লিষ্টরা।
বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে তালবীজ রোপন ও উল্লেখিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে ব্রক্ষ্ম গাতী ব্লাড লাইন, দিঘলিয়া, খুলনার সহযোগীতায় ও উপকূলের সেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) সুন্দরবন বেষ্টিত উপকূলীয় এলাকা খুলনার কয়রায় এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।
শুক্রবার ১৩ (সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে শুরু করে দিন ব্যাপী উপকূলীয় জনপদ কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামের ৫ কিঃমিঃ জুড়ে সড়কে দুইপাশে ৪ শতাধিক তালবীজ রোপন করে আইসিডির সদস্যবৃন্দ। স্থানীয় বাসিন্দারাও এই তালবীজ রোপন কর্মসূচী অংশ নেয়।
স্থানীয় এক বাসিন্দা তাসলিমা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সড়কের দুই পাশে কোনো গাছ না থাকায় সড়ক বাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। এই তালবীজ রোপন করার ফলে তালগাছ বড় হলে সড়কটি টিকে যাবে, বজ্রপাত পাতের ক্ষয়ক্ষতির আশংকা থেকে অনেকটা মুক্ত থাকব।
আইসিডির সদস্য নিরাপদ মুন্ডা বলেন, এই সড়কটির দুই ধারে কোনো গাছগাছালি না থাকায় সড়ক রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। আমরা আশা করি এই তালবীজ রোপনের ফলে সড়কের দু’ধারে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কটি টেকসই হবে।
৬নং কয়রা গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, আমাদের গ্রামের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি অনকে দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকেই মারা যান। সেইসঙ্গে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায় এ বজ্রপাতে। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আমাদের মতো আপনারাও বাড়িতে পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।
বাখ//আর