সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফ্রেঞ্চ কাপ থেকে মেসিদের বিদায়

ফ্রেঞ্চ কাপ থেকে মেসিদের বিদায়

স্পোর্টস ডেস্ক : 

নতুন বছরে এখনও নিজেদের পুরোপুরি খুঁজে পায়নি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। মার্সেইর বিপক্ষ হেরে ফরাসি কাপ থেকে বাদ পরলো পিএসজি। লিওনেল মেসি ও নেইমার দলে থাকা সত্বেও এই ফল মেনে নিতে হলো ফরাসি চ্যাম্পিয়ানদের। অবশ্য ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে মার্সেইর কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। প্রথমার্ধে সমতায় থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে মালিনোভস্কির গোলে জয়ের দেখা পায় স্বাগতিক দলটি।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মার্সেই। তবে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্সেই গোলরক্ষক পাও লোপেস।

আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা লড়াইয়ে ৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। মার্সেই ফরোয়ার্ড চেঙ্গিস আন্দারকে সার্জিও রামোস ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় মার্সেই। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ।

৪০তম মিনিটে নেইমারের দুর্দান্ত এক শট ফেরত আসে পোস্টে লেগে। এক মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরায় পিএসজি। নেইমারের চমৎকার কর্নারে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন রামোস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে ফের এগিয়ে যায় মার্সেই। নিজেদের অর্ধে থ্রো-ইনে ডি-বক্সের কাছে বল হারিয়ে বিপদ ডেকে আনে পিএসজি। সানচেসের শট জটলার মধ্যে একজন ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন মালিনোভস্কি।

আবারও পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় জয়টা ছিনিয়ে নেয় মার্সেই। এই হারে টানা দ্বিতীয়বার ফরাসি কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়ল পিএসজি।

ম্যাচ শেষে দলের এই দুরবস্থার জন্য কোনো কিছুকে দায়ী না করে অধিনায়ক মার্কুইনহোস সরাসরি বলে দিয়েছেন, আমাদের এখন মুখ বন্ধ রাখতে হবে এবং কাজ করতে হবে।

তিনি বলেন, তারা আমাদের ওপর খুব চাপ সৃষ্টি করেছিলো। আমরা তাদের ডিফেন্স লাইন ভাঙতে পারিনি। আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। কারণ, এটা কাপের খেলা এবং ম্যাচটি ছিল আমাদের সেরা প্রতিপক্ষের বিপক্ষে।

মার্সেই কোচ ইগোর টুডোর বলেন, সত্যিই অসাধারণ। তারা হলো চ্যাম্পিয়ন। তাদেরকে হারানো অবশ্যই আমাদের জন্য সেরা কিছু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *