মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের অভিযোগে অভিজিত হালদার বিটুন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় খয়েরবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের অভিযোগে আটক যুবক অভিজিত খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী গ্রামের বিজন হালদারের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ধৃত অভিজিত ভুক্তভোগী তরুণীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করে আসছে। ভুক্তভোগী তরুণী ধৃত অভিজিতকে বিয়ের জন্য চাপ দিলে ধর্ষক অভিজিত ওই তরুণীকে বিয়ে করতে রাজি হয়নি। এ ঘটনায় ধর্ষিতা থানায় মামলা দায়ের করলে অভিজিতকে আটক করা হয়।
বা/খ: এসআর।