ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

ফুচকা বিক্রি করছেন নরেন্দ্র মোদি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

কথায় আছে, গোটা পৃথবীতে একই রকমের দেখতে অন্তত সাতজন থাকেন। নাম আলাদা, কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু দেখতে তারা একইরকম হন। হয়ত গোটা জীবনে একে অপরের সঙ্গে দেখা হয় না তাদের। এবার ভারতের গুজরাটে ঠিক এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে বিষয়টি একটু আলাদা। কারণ যাকে পাওয়া গেছে, তিনি দেখতে আর কেউ নয়, একেবারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সন্ধান মেলে তার। দেখা যায়, নরেন্দ্র মোদীর মতো একই রকমের সাদা চুল, ছাঁটা দাড়ি, কুর্তা-পাজামা ও গেরুয়া জহর কোট পরা এক ব্যক্তিকে। একই রকম দেখতে ও জন্মস্থান একই রাজ্য হওয়ায় অনেকে মজা করে তাকে জুনিয়র মোদী বলেও আখ্যা দিয়েছেন।

ভারতের এক ফুড ব্লগার ইনস্টাগ্রামে ওই ভিডিওটি শেয়ার করেন। আশ্চর্যের বিষয় হলো, চেহারা, পোশাকের পাশাপাশি নরেন্দ্র মোদীর কণ্ঠের সঙ্গে ভাইরাল এ ব্যক্তির কণ্ঠেরও বেশ মিল রয়েছে।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারা আর বেশভূষায় মিল থাকলেও তিনি চাওয়ালা নন। তিনি বিক্রি করেন ফুচকা। জানা যায়, তার নাম অনিল ভাই খাট্টার। গুজরাটের আনন্দ জেলার বল্লভ বিদ্যানগর এলাকার ভূদেবী কমপ্লেক্সে রয়েছে তার ফুচকার দোকান।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিক নরেন্দ্র মোদীর মতো বেশভূষায় থাকা অনিল ভাই খাট্টার ক্রেতাদের হাতে চট জলদি কখনো ভেল পুরি, কখনো দই ফুচকা, আবার কখনো ফুচকা আবার কখনো চাট তুলে দিচ্ছেন।

এ বিষয়ে অনিল ভাই খাট্টার বলেন, ১৫ বছর বয়স থেকে চাট-ফুচকা বিক্রি করে আসছি। শুধু ফুচকা নয়, ভেলপুরি, দইপুরিসহ বিভিন্ন চাট বিক্রি করি। মোদী ছিলেন চাওয়ালা, আর আমি ফুচকাওয়ালা।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/wki3

নিউজটি শেয়ার করুন

ফুচকা বিক্রি করছেন নরেন্দ্র মোদি!

আপডেট সময় : ০১:৪৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

কথায় আছে, গোটা পৃথবীতে একই রকমের দেখতে অন্তত সাতজন থাকেন। নাম আলাদা, কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু দেখতে তারা একইরকম হন। হয়ত গোটা জীবনে একে অপরের সঙ্গে দেখা হয় না তাদের। এবার ভারতের গুজরাটে ঠিক এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। তবে বিষয়টি একটু আলাদা। কারণ যাকে পাওয়া গেছে, তিনি দেখতে আর কেউ নয়, একেবারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সন্ধান মেলে তার। দেখা যায়, নরেন্দ্র মোদীর মতো একই রকমের সাদা চুল, ছাঁটা দাড়ি, কুর্তা-পাজামা ও গেরুয়া জহর কোট পরা এক ব্যক্তিকে। একই রকম দেখতে ও জন্মস্থান একই রাজ্য হওয়ায় অনেকে মজা করে তাকে জুনিয়র মোদী বলেও আখ্যা দিয়েছেন।

ভারতের এক ফুড ব্লগার ইনস্টাগ্রামে ওই ভিডিওটি শেয়ার করেন। আশ্চর্যের বিষয় হলো, চেহারা, পোশাকের পাশাপাশি নরেন্দ্র মোদীর কণ্ঠের সঙ্গে ভাইরাল এ ব্যক্তির কণ্ঠেরও বেশ মিল রয়েছে।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারা আর বেশভূষায় মিল থাকলেও তিনি চাওয়ালা নন। তিনি বিক্রি করেন ফুচকা। জানা যায়, তার নাম অনিল ভাই খাট্টার। গুজরাটের আনন্দ জেলার বল্লভ বিদ্যানগর এলাকার ভূদেবী কমপ্লেক্সে রয়েছে তার ফুচকার দোকান।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ঠিক নরেন্দ্র মোদীর মতো বেশভূষায় থাকা অনিল ভাই খাট্টার ক্রেতাদের হাতে চট জলদি কখনো ভেল পুরি, কখনো দই ফুচকা, আবার কখনো ফুচকা আবার কখনো চাট তুলে দিচ্ছেন।

এ বিষয়ে অনিল ভাই খাট্টার বলেন, ১৫ বছর বয়স থেকে চাট-ফুচকা বিক্রি করে আসছি। শুধু ফুচকা নয়, ভেলপুরি, দইপুরিসহ বিভিন্ন চাট বিক্রি করি। মোদী ছিলেন চাওয়ালা, আর আমি ফুচকাওয়ালা।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/wki3