ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘ফারুকের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ৪০৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। তবে বর্তমান ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে অধিবেশনের প্রথমদিন শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হয়। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা। সংসদ নেতা বলেন, ফারুকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

আজ (বুধবার) বিকেল ৫টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন। শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেন স্পিকার। এরপর বর্তমান ঢাকা ১৭ আসনের সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক, একজন সাবেক প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয়। শোক প্রস্তাবের আলোচনায় চিত্র নায়ক ফারুকের স্মৃতি চারণ করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা।

পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ফারুকের মৃত্যু কেবল চলচ্চিত্রই নয় পুরো সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, ফারুক একজন বীর মুক্তিযোদ্ধা। আইয়ুব বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে তিনি যথার্থ সাহসিকতার সাথে অবদান রেখেছেন। ছয় দফা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকা কখনোই ভোলার নয়।

শেখ হাসিনা বলেন, ‘তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।’

তিনি আরো বলেন, ফারুক শুধু রাজনীতিবিদ হিসেবেই অবদান রাখেননি, তিনি সাংস্কৃতিক অঙ্গনেও অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন এবং এর নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকান্ডের পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছিল এবং সবাই তাঁর নাম উচ্চারণ করতে সাহস পাচ্ছিল না, তখন সংস্কৃতিকর্মীরা এগিয়ে আসেন।

পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এদিকে, সংসদ কার্যউপদেষ্টার কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়- পহেলা জুন বৃহস্পতিবার বেলা ৩টায় অধিবেশন শুরু হলে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চৌঠা জুন থেকে শুরু হয়ে মোট ৪০ ঘণ্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। ২৫শে জুন পাস হবে অর্থবিল। ২৬শে জুন বাজেট পাস হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘ফারুকের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি’

আপডেট সময় : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। তবে বর্তমান ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে অধিবেশনের প্রথমদিন শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হয়। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা। সংসদ নেতা বলেন, ফারুকের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে।

আজ (বুধবার) বিকেল ৫টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন। শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেন স্পিকার। এরপর বর্তমান ঢাকা ১৭ আসনের সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক, একজন সাবেক প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হয়। শোক প্রস্তাবের আলোচনায় চিত্র নায়ক ফারুকের স্মৃতি চারণ করেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা।

পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ফারুকের মৃত্যু কেবল চলচ্চিত্রই নয় পুরো সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, ফারুক একজন বীর মুক্তিযোদ্ধা। আইয়ুব বিরোধী আন্দোলনের সময় থেকেই তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। প্রতিটি সংগ্রাম ও আন্দোলনে তিনি যথার্থ সাহসিকতার সাথে অবদান রেখেছেন। ছয় দফা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার ভূমিকা কখনোই ভোলার নয়।

শেখ হাসিনা বলেন, ‘তার মৃত্যু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।’

তিনি আরো বলেন, ফারুক শুধু রাজনীতিবিদ হিসেবেই অবদান রাখেননি, তিনি সাংস্কৃতিক অঙ্গনেও অবদান রেখেছেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন এবং এর নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকান্ডের পর যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হচ্ছিল এবং সবাই তাঁর নাম উচ্চারণ করতে সাহস পাচ্ছিল না, তখন সংস্কৃতিকর্মীরা এগিয়ে আসেন।

পরে শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এদিকে, সংসদ কার্যউপদেষ্টার কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়- পহেলা জুন বৃহস্পতিবার বেলা ৩টায় অধিবেশন শুরু হলে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চৌঠা জুন থেকে শুরু হয়ে মোট ৪০ ঘণ্টা বাজেটের ওপর সাধারণ আলোচনা হবে। ২৫শে জুন পাস হবে অর্থবিল। ২৬শে জুন বাজেট পাস হবে।