ফরিদপুর প্রতিনিয়ত সাস্থ্য সেবা থেকে বঞ্চিত ও জিম্মি সাধারণ জনগণ। ডাক্তার, ক্লিনিক ও ঔষধ কোম্পানির নিকট জিম্মি জনগণ। ডাক্তারের নিকট প্রথমে রোগী গেলেই একাধিক পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়। রোগীরা বাধ্য হয়ে ওই সকল পরীক্ষা নিরীক্ষা ডাক্তারের পছন্দের ক্লিনিক এ যেতে হয়। আবার ক্লিনিকগুলো তাদের মতো বিল কষে। তার পর যেতে হয় ঔষধের দোকানে। বতর্মানে ঔষধের মূল্য তিন/চার গুন বৃদ্ধি পেয়েছে। ঔষধের মূল্য বৃদ্ধির ও কারণ আছে। ডাক্তারদের লোভনীয় সুযোগ সুবিধা দিয়ে থাকে ঔষধের কোম্পানি গুলো।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঔষধ কোম্পানির জেলায় কর্মরত ব্যাক্তিরা জানান, ডাক্তারদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে ঔষধ কোম্পানি ও ক্লিনিক মালিকেরা। সুযোগ সুবিধা না দিলে পছন্দসই কোম্পানির ঔষধ লিখে ডাক্তার।
তারা আরো বলেন, জনগণ ডাক্তার ঔষধ ও ক্লিনিক এর নিকট জিম্মি হয়ে পড়েছে।এখান থেকে বের হয়ে আসা কঠিন।