মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি। সোমবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটির জেলা শাখা। মানববন্ধন কর্মসূচী শেষে শিক্ষকরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতি ফরিদপুরের সভাপতি মো. ইস্রাফিল মোল্যা, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি একেএম ইউনুস আলী, সালথা উপজেলার এনায়েত হোসেন, বোয়ালমারী উপজেলার আবুল হাসেম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় বলেন, অনতিবিলম্বে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ করতে হবে। অন্যথায় আগামীতে ক্লাস বর্জনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেবে শিক্ষক সমিতি।