মাছে ভাতে বাঙালি কথাটি কল্পবাক্যে পরিণত হচ্ছে
ফরিদপুরে মাছ কেনার ক্ষমতা নেই মধ্যবিত্ত পরিবারের
নাজিম বকাউল
- আপডেট সময় : ০৩:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫১৯ বার পড়া হয়েছে

// নাজিম বকাউল, বিশেষ প্রতিবেদক //
মাছে ভাতে বাঙালি ও আমাদের বাংলাদেশ। এই প্রবাদটি এখন শুধু মুখে মুখে আছে, বাস্তবে নেই। প্রবাদটি দিনেদিনে কল্পবাক্যে পরিণত হচ্ছে। এই বর্ষা মৌসুমে বাজারে মাছ কিনতে গেলে মাছের কোন অভাব ছিল না। কিন্তু এখন বাজারে গেলে কোন মাছ পাইনা। বাজারে একদিকে মাছের অভাব এবং অন্যদিকে তা ক্রয় ক্ষমতার বাইরে থাকায় মধ্যবিত্ত পরিবারের মাছ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে।
বাজার ঘুরে দেখা যায়, কম টাকায় মাছ কেনা সম্ভব হচ্ছে না নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে। সর্বনিম্ন মাছের ভাগ দেয় মাছ বিক্রেতারা এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার এবং এরও উর্ধে যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে কেনা সম্ভব না। শুধু মাত্র যারা সরকারি চাকরি করে ও ব্যবসায়ীরা তারই কিনতে পারে। মধ্যবিত্ত পরিবারের
অনেকেই মাসের পর মাস ক্রয় করতে পারছেনা নানা দামী দামী মাছ। ফলে তাদের খাবার চলে শাক সবজি ইত্যাদি দিয়ে।
বাজারে গিয়ে দেখা হয় কামাল, নিজা, সোহেলসহ একাধিক বাজার করতে আসা ব্যাক্তিদের সাথে। তারা জানান,
আমাদের ক্রয় ক্ষমতার বাইরে মাছসহ শাক সবজির দাম। মাছের দাম যে পরিমানের তা আমারা এখন
এক মাসে কিনতে পারি না। বাচ্চাদের ঠিক মতো মাছ ভাত ও খাওয়াতে পারিনা মূল্য বৃদ্ধির কারণে।
তারা আরও জানান, বাচ্চা অনেক সময় মাছ মাংস ছাড়া ভাত খেতে চায়না । তখন যে কতোটা কষ্ট লাগে আপনাকে বুঝাত পারবো না। এখন এক শ্রেণির কিছু মানুষের হাতে সব কিছু চলে গেছে। বাজার থেকে সব ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। দ্রব্য মূল্য উধ্বগতির কারণে আমরা হিমশিম খাচ্ছি।