ফরিদপুরে বৃষ্টির ভেরাজালে বন্ধি
বিশেষ প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৬০৫ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ফরিদপুরে সাধারণ জনগন নিম্নবতিখেটে খাওয়া মানুষ যে সকল পরিবারের আয় দিন আনে দিনে খায়.
আজকের বৃষ্টির কারনে ঐ সকল খেটে খাওয়া পরিবার গুলো বৃষ্টির কারনে কোন কাজে যেতে পারছেনা। আবার অনেক মালিক পক্ষ বৃষ্টির কারনে কাজ বন্ধ রেখেছে। খুবই চিন্তায় পড়েছে দিন আনে দিনে কাজ করে খাওয়া দিনমজুরের মানুষ গুলো।ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে গেলে দেখা যায় অনেক দিন মজুরি কাজের লোক গুলো অসহায় অবস্থায় রাস্তার পাশে দাড়িয়ে আছে।
মজিবর কামাল নামে দুই দিনমজুর জানান, আমারা প্রতিদিন কাজ করে যে টাকা পাই ঔ টাকা দিয়ে বাজার করে বাড়ি নিয়ে সন্তানদের নিয়ে খাওয়া দাওয়া করি। কিন্তু বৃষ্টির কারনে আজ কোন কাজ পেলাম না।ঘরে ও কোন কিছু নেই। আজ হয়তো না খেয়ে থাকতে হবে। তারা আরো জানান আরো কিছুক্ষন অপেক্ষা করবো যদি কোন কাজ পেয়ে যাই।
অপর দিকে কথা হয় রিক্সা চালক সেলিম ও অটো চালক হাসানের সাথে তার দুই জনেই জানালেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বাহির হচ্ছে না বৃষ্টির কারনে।যাদের খুব জরুরি তারাই বাসা থেকে রাস্তায় বের হয়ে আসছে।আজ আমাদের গাড়ির মহাজনকে ভাড়া দেওয়াই কষ্ট হয়ে পড়বে।
বা/খ/রা