ফরিদপুরে বালু দস্যুদের হাত থেকে রক্ষার জন্য মানববন্ধন
- আপডেট সময় : ০২:২৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নদী বন্দর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়ে শত শত মানুষ বাড়ি ঘর ও জমি হারিয়েছে দাবি করে বালু দস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১১ ই সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বালু উত্তোলনে বাধা দেয়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সবুজ শেখ এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ভূমিদস্যু আনোয়ার হোসেন আবু, আজম ও আলমের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
এ সময় নদী ভাঙ্গনের শিকার ভুক্তভোগীরা ছাড়াও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ ডিগ্রীরচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী মোহাম্মদ আনোয়ার হোসেন আবু, আলম, ও আজম দীর্ঘদিন যাবত ফরিদপুর শহর তলির ডিগ্রির চর ও নথচ্যানেল ইউনিয়নে বালু কেটে যাচ্ছে। তাদের বালিকাটার কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হয়েছে । অনেক বাড়িঘর পানি গর্ভে তলিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
এ ব্যাপারে মো. আজম জানান, আমি বৈধভাবে বালুর ব্যবসা করি অবৈধ কোন ব্যবসার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
বাখ//আর